গণধোলাইয়ের শিকার একাধিক মামলার আসামি জিয়াউর রহমান ।
চট্টগ্রামের পটিয়ায় গরু চোর সন্দেহে দুইজনকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়েছেন। গণধোলাইয়ের শিকার পুর্ব হাইদগাঁও গ্রামের আবদুল সালামের পুত্র মোহাম্মদ রায়হান (২৮) ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ছগির আহমদের পুত্র জিয়াউর রহমান (২৭)। রবিবার ভোর রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকা থেকে দুইজনকে চোর সন্দেহে গণধোলাই দেন।
জানা গেছে, সম্প্রতি উপজেলার কয়েকটি ইউনিয়নে গরু চুরির ঘটনা ঘটে। গরু চোরদের প্রতিরোধ করতে থানা পুলিশ উদ্যাগে নেন এবং প্রায় ইউনিয়নে রাতে পাহারার ব্যবস্থা করেন। শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নে একটি সিএনজি নিয়ে গেলে লোকজন সন্দেহ করে তাদের গণধোলাই দেন। এসময় তারা স্বীকার করেন যে হাইদগাঁও ইউনিয়নের আবদুল আজাদের গরু তারাই চুরি করেছেন। গণধোলাইয়ের শিকার দুইজনকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই সপ্তাহে তাদের এলাকা থেকে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, গরু চোর সন্দেহে লোকজন দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। দুইজনের মধ্যে কর্নফুলী উপজেলার জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১০টির মত মামলা রয়েছে।
আর কে