সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজকের দিনটি সশস্র বাহিনীর জন্য অত্যন্ত আনন্দের দিন। নারী ফুটবল দল দুই দুইবার চ্যাম্পিয়ান হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
সেনা প্রধান বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। তাদের সাপোর্ট দিলে তারা আরও ভাল করবে।
সাফ গেমস নারী ফুটবলটিমের কক্সবাজারে এক সংবর্ধনা সভায় সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ- জামান একথা বলেন। তিনি নারী ফুটবল খেলোয়াড়দের অভিভাবকদেরও তাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ফুটবল ফেডারেশের সভাপতি ও সম্পাদকসহ সকল অতিথিদের ধন্যবাদ জানান তিনি।
ইনানীতে সেনাবাহিনীর পাঁচতারাকা হোটেল বে-ওয়াচ প্রাঙ্গণে শনিবার রাতে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সংবর্ধিত করার জন্য সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ- জামানকে ধন্যবাদ জানানা। তিনি বলেন, এতে আমাদের নারীরা আরও অনুপ্রাণিত হবেন।
সংবর্ধনা সভায় বিজয়ী নারী ফুটবল খেলোয়াড়দের পুরষ্কৃত করেন অতিথিরা।
এসআর