ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

চাকরি পেলেন শহীদ ওয়াসিমের বোন রোশনী

প্রকাশিত: ২৩:০৮, ৭ ডিসেম্বর ২০২৪

চাকরি পেলেন শহীদ ওয়াসিমের বোন রোশনী

রোশনীর হাতে নিয়োগপত্র তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালক সারোয়ার কামাল টারজেন। 

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ ওয়াসিম আকরামের ছোট বোন রোশনী আক্তারকে চাকরি দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

বুধবার (৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালক সারোয়ার কামাল টারজেন নিয়োগপত্র তুলে দেন রোশনীর হাতে।

এ সময় শহীদ ওয়াসিমের বড় ভাই আসাদ ও অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্রে দেখা যায়, বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন (এসভিআরএস) -এর ‘স্থানীয় নারী রেজিস্ট্রার’ পদে নিয়োগ দিয়েছেন তাকে।

শহীদ ওয়াসিম আকরামের স্বজনরা বলেন, বৈষম্যের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম শহীদ হয়েছেন সে। এই আত্মদান স্মরণীয় হয়ে থাকবে।

শহীদ ওয়াসিম আকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম ও সারা দেশের দ্বিতীয় শহীদ। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার প্রবাসী শফিউল আলম ও জোৎসনা আক্তারের ছেলে।

এসআর

×