ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

কুলিক নদীর পারে এবার হলো না দুই বাংলার মিলনমেলা 

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৪০, ৬ ডিসেম্বর ২০২৪

কুলিক নদীর পারে এবার হলো না দুই বাংলার মিলনমেলা 

..

বিগত বছরগুলোতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রাচীন শতাব্দীর শ্রীশ্রী জামর-পাথর কালীপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার তাজিগাঁও ভারত-বাংলাদেশ সীমান্তের টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পারে দুই বাংলার মিলনমেলা বসলেও এবার তা হলো না। এ বছর শুক্রবার সেই মেলা হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দা সুলেখা চন্দ্রা বলেন, ব্রিটিশ আমল থেকেই পূজা উপলক্ষে পাথর কালীমেলার নামে প্রতি বছর এখানে এক দিনের জন্য মেলা বসে আসছিল। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় ভারতীয়দের সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এবার পূজা বসলেও মিলনমেলা হলো না। আমরা সবাই হতাশ। মেলার আয়োজক কমিটির সভাপতি নমরেশ চন্দ্র সেন বলেন, কোনো প্রকার বাধা ছাড়াই ভারতীয়রা মেলায় আসতেন। হাজার হাজার ভারতীয় প্রতি বছরই মেলায় এসে বাংলাদেশে অবস্থানরত তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন। এই দিনটির জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করি। এতে আমরা অনেক মর্মাহত। হরিপুর উপজেলা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, পাথরকুচিতে যে পূজাটি হতো সেটা হয়েছে কিন্তু পূজাকে কেন্দ্র করে সীমান্তে যে মিলনমেলা হয়ে আসছিল সেটি বন্ধ রাখা হয়েছে।

×