ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ডিআইজি আহসান হাবিব পলাশ

সবার সহযোগিতায় দেশে তৈরি হবে সম্প্রীতির পরিবেশ

প্রকাশিত: ২২:৫৪, ৫ ডিসেম্বর ২০২৪

সবার সহযোগিতায় দেশে তৈরি হবে সম্প্রীতির পরিবেশ

ছবি: সংগৃহীত

পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবিব পলাশ বলেছেন, দীর্ঘদিন ধরে অস্ত্রধারীরা চাঁদাবাজি করছে। এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে। এসব বিষয় পুলিশের নজরে আছে। সবার সহযোগিতায় দেশে তৈরি হবে সম্প্রীতির পরিবেশ

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। পার্বত্য চট্টগ্রামে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভ্রমণে আসতে চায়। শুধু শান্তিময় পরিবেশ পেলেই তারা আসবে। পার্বত্য চট্টগ্রামে পর্যটকরা যেন নির্বিঘ্নে আসতে পারে তার প্রত্যাশা করেন ডিআইজি।

আহসান হাবিব পলাশ বলেন, আমরা ধর্মীয় এবং রাজনৈতিক সম্প্রীতি চাই। রাজনৈতিক বিভেদ থাকতে পারে তবে তা প্রসারিত হতে দেবেন না-এটিই আমাদের প্রত্যাশা। সবার সহযোগিতায় দেশে তৈরি হবে সম্প্রীতির পরিবেশ। বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। পুলিশের কোনো দোষত্রুটি থাকলে তাও তুলে ধরতে আহ্বান জানান তিনি। পুলিশ সব জনগণের জন্য বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা জামাতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন।

সমাবেশে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা খাগড়াছড়ির সম্প্রীতি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধে গুরুত্বারোপের কথা বলেছেন বক্তারা।

এসআর

×