ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

 চালককে অস্ত্র ঠেকিয়ে রডভর্তি ট্রাক ডাকাতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২১:৩১, ৫ ডিসেম্বর ২০২৪

 চালককে অস্ত্র ঠেকিয়ে রডভর্তি ট্রাক ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সোনারগাঁও থানা ও বন্দর থানার মধ্যবর্তী স্থানে চালক মো. আরিফকে অস্ত্র ঠেকিয়ে রডভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত দল। 

বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। 
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম ডাকাতির ঘটনাটি স্বীকার করে বলেন, ঘটনাটি সোনারগাঁ থানার নয়াবাড়ির কিউট এলাকায়। তাই এ বিষয়ে সোনারগাঁও থানায় মামলা হবে।

আহত চালক আরিফ জানান, বুধবার রাতে নারায়ণগঞ্জ ওয়্যারহাউজ থেকে সাড়ে ৫ টন রড নিয়ে গাজীপুর কোনাবাড়ির উদ্দেশ্য রওনা হন। ভোর ৫ টার দিকে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় পৌঁছালে ১০/১২ জনের একটি ডাকাত দল ট্রাকটি গতিরোধ করে। 

পরে তাকে মারধর করে এক পর্যায়ে অস্ত্র ঠেকিয়ে ট্রাক থেকে নামিয়ে দিয়ে রডভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উদ্দেশ্যে চলে যায়।

 

এসআর

×