গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামী বৃহষ্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ---- রাজিউন)। তিনি ডেইলী নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। বাদ জোহর গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, সাবেক সভাপতি নাসির আহমেদ, খায়রুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার, দেলোয়ার হোসেন, রুহুল আমিন সজিব, আমিনুল ইসলাম, ও আলমগীর হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।