বাংলাদেশের পতাকা
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল স্বাগতিক রাষ্ট্র ভারতের অথচ সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে দেশটির সরকার।
অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে চালানো এই হামলার সময় নিস্ক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় পুলিশের সদস্যরা। এর মধ্য দিয়ে কূটনীতিকদের রক্ষায় বিশ্বজুড়ে প্রচলিত আইন বা নীতিগত চুক্তি লঙ্ঘন করেছে ভারত।
এই চুক্তি ভাঙ্গায় দেশটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ?
ভিয়েনা কনভেনশন আসলে কী?
কূটনৈতিক মিশন, দূতাবাস কিংবা হাইকমিশন যে নামেই ডাকা হোক অন্য দেশের দূতাবাসগুলো একরকম নিরাপদ দুর্গ । ভিয়েনা কনভেনশনের কারণেই সর্বোচ্চ মাত্রার সুরক্ষা পায় এসব মিশন। পাশাপাশি কোন দূতাবাসে আক্রমণকে চরম মাত্রার অপমান বলে ধরে নেওয়া হয়। মিশন প্রধানের অনুমতি ছাড়া সে দেশের সরকার বা তাদের প্রতিনিধিও সেখানে প্রবেশ করতে পারেনা। অনুমতি পেলেই কেবল সেখানে যেতে পারে।
উদাহরণ হিসেবে বলা যায়, আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশ করতে চাইলেই পারবে না ভারত সরকার। মিশন প্রধানের অনুমতি পেলেই সেখানে যেতে পারবে।
এক দেশের কূটনীতিকরা অন্য দেশে রাষ্ট্রীয় কাজে অবস্থান করার ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, অন্য দেশের দূতাবাস কেমন হবে, তাদের নিরাপত্তা কিভাবে দেয়া হবে ইত্যাদি সব নিয়ম নীতি নিয়ে ১৯৬১ সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বিশেষ চুক্তি প্রণয়ণ করে জাতিসংঘ।
কূটনৈতিক সম্পর্ক ও আচরনের বিষয়ে তৈরি চুক্তিটিতে মোট ধারার সংখ্যা ৫৩ টি। চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো কঠোর ভাবে এসব নিয়ম মেনে চলার চেষ্টা করে।
১৯৬৫ সালে ভিয়েনা কনভেনশন ডিপ্লোমেটিক রিলেশনস চুক্তিটি মেনে নেয় ভারত। আর ১৯৭৮ সালে তাতে স্বাক্ষর করে বাংলাদেশ।
ভিয়েনা কনভেনশন অনূযারী কূটনিীতিক মিশনের জন্য নির্ধারিত এলাকা তাদের ব্যবহৃত আসবাবপত্র ও যানবাহন কোন কিছুই তল্লাশি কিংবা বাজেয়াপ্ত করতে পারেনা সে দেশের সরকার।
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে ঠিকই কিন্তু ভারতের কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর তেমন কিছুই করার নেই বাংলাদেশের। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তবে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে বড় ঝুঁকিতে পরবে দুই দেশের সম্পর্ক। এমন পরিস্তিতে কোন দিকে গড়াবে ঘটনা, সেটা নিয়ে আরও বাড়লো অনিশ্চয়তা!
সাইদুর