কলাপাড়ায় ধানখালীতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাংলা শেড (টিনশেড ব্যারাক রুম নম্বর বি ৩-১১) কক্ষের ভিতর থেকে সোহান হোসেন(২০) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যার পরে কলাপাড়া থানা পুলিশ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ অন্তর হোসেন (১৮) জানান, সোহান হোসেন সোমবার কাজ শেষে শারীরিকভাবে অসুস্থ বোধ করে। এ কারনে দুইদিন ব্যারাকে অবস্থান করে। বুধবার শেষ বিকালে কাজ শেষে ব্যারাকে এসে দেখেন দরজা ভিতর থেকে চাপানো। সোহানকে ডাক দিলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে অন্ধকার কক্ষের লাইট অন করলে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে ডাক চিৎকার দেন। আশেপাশের লোকজন এসে কলাপাড়া থানায় খবর দেওয়া হয়।
জানা গেছে , মৃত সোহান হোসেন ১৯ নভেম্বর পাবনার বাহাদুরপুর বাড়ি থেকে কাজের উদ্দেশে কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে যায়। ২০ নভেম্বর থেকে লেবারের কাজ শুরু করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নুসরাত