ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে উত্তেজনায় নিরাপত্তা জোরদার 

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ২২:৪৪, ৪ ডিসেম্বর ২০২৪

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে উত্তেজনায় নিরাপত্তা জোরদার 

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০ ডিসেম্বর সাদ গ্রুপের জোড় ইজতেমার আয়োজনের প্রস্তুতির আগেই সাদ গ্রুপের মুসল্লীরা মাঠে মাঠ দখলে নেবেন এমন খবরে বুধবার ইজতেমা ময়দানের গেটে গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে মাঠে অবস্থানরত জোবায়ের গ্রুপের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। 

মঙ্গলবার জোবায়ের গ্রুপ ৫ দিনের জোড় ইজতেমা সমাপ্ত করলেও বহু মুসল্লি এখনও মাঠে অবস্থান করছেন।

বিবদমান সাদ ও জোবায়ের গ্রুপের বিবাদে আলাদা আলাদা জোড় ও বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে গত ৬ বছর ধরে। বিশ্ব ইজতেমার আয়োজনে আপত্তি না থাকলেও সাদ গ্রুপকে জোড় ইজতেমা করতে দেওয়ার ব্যাপারে জোর আপত্তি জোবায়ের গ্রুপের। এনিয়ে দুগ্রপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

মুসল্লিদের মাঝে নানা উত্তেজনার খবরে বিপুল সংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য ময়দানে আসেন। ময়দানের সব গেটের সামনে ও ভেতরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে বিদেশি খিত্তার সামনে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত ঘাঁটি করে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দর হাবিবুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, ইজতেমা ময়দানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসআর

×