জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিবসটি পালন উপলক্ষে বেলা ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুর ১২ টায় ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ঘটনার স্মৃতিচারণ ও , ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর। শত্রুমুক্ত দিবসের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার পরিজন অংশ গ্রহণ করেন।