ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শকের ভিড়
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সদর উপজেলার ফাড়াবাড়ি এতিমখানার পাশে ধানের খেতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার ২৫ জন অভিজ্ঞ ঘোড়সওয়ার অংশ নেন। উৎসবমুখর পরিবেশে দর্শকদের উল্লাস আর করতালির মধ্যদিয়ে ৬ রাউণ্ডে প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সদরের পাঁচপীর এলাকার রেজা পাওয়ার হাউসের ঘোড়সওয়ার লাটু মেম্বার প্রথম স্থান, নীলফামারী ডোমারের ঘোড়সওয়ার কাফি বানিয়া দ্বিতীয় স্থান ও দিনাজপুরের চিরিরবন্দর এলাকার ঘোড়সওয়ার তৃতীয় স্থান অধিকার করে। তাদের নগদ দশ হাজার, সাত হাজার ও পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। ফাড়াবাড়ি বিএনপি এ প্রতিযোগিতার আয়োজন করে।