ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ট্রফি উন্মোচন

স্টাফ রিপোর্টার সিলেট অফিস

প্রকাশিত: ১৯:৫৯, ৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ট্রফি উন্মোচন

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। টি-টোয়েন্টি সিরিজের আগের দিনে বুধবার দুপুর ২টায় মালনীছড়া চা বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।  মালনীছড়া চা শ্রমিকদের ট্রেডিশনাল পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন আগে চা শ্রমিকের বেশে প্রতীকে পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি।  সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

×