ছবি: সংগৃহীত।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আলু ও পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। আলু ও পেঁয়াজের আমদানি বৃদ্ধি এবং দেশের বাজারে পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় বন্দর অভ্যন্তরে পাইকারি পর্যায়ে প্রতি কেজিতে দাম অন্তত ১০ টাকা কমেছে।
ব্যবসায়ীরা জানান, আগামী সপ্তাহে পণ্য দুটির দাম আরও কমবে। গত সপ্তাহে আমদানি করা পেঁয়াজ বন্দরে পাইকারি বাজারে ৭০-৮০ টাকার মধ্যে বিক্রি হলেও, বর্তমানে সেই পেঁয়াজের দাম কমে ৬০-৭০ টাকা হয়ে গেছে।
এছাড়া, আলুর দামও কেজিতে ১০ টাকা কমে ৫২ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানে দাম কিছুটা কমে গেছে। এর ফলে, আগে প্রতি টন পেঁয়াজ ৪৪০ ডলারে আমদানি করা হলেও, এখন তা কমে ৪১০ ডলারে আমদানি করা হচ্ছে।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বেশি এবং ক্রেতার সংখ্যা কম থাকায় দাম কমছে, যা সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। এর ফলে, বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে এবং ক্রেতারা কম দামে পণ্য সংগ্রহ করতে পারছেন।
নুসরাত