ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি এখন আর নেই: মুশফিকুল ফজল আনসারী

প্রকাশিত: ১৮:৫৬, ৪ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি এখন আর নেই: মুশফিকুল ফজল আনসারী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রনীতি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায়  নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

গতকাল মঙ্গলবার(৩ ডিসেম্বর)নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি একথা বলেন।


ভারতকে স্মরণ করিয়ে দিয়ে মুশফিকুল ফজল লেখেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন পারস্পরিক আস্থা, স্বচ্ছতা, বিশ্বাস ও সম্মানের উপর দাড়িয়ে আছে। সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতার মূলে থাকা বাংলাদেশ যেকোনো সিদ্ধান্ত নিতে তৃতীয় পক্ষের সাহায্যের প্রয়োজন নেই। বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করতে বাংলাদেশ সক্ষম। যদিও হাসিনার স্বৈরাচারী শাসনামলে এটি অন্য কারো অধিনে ছিল। 

তিনি আরও লেখেন, বাংলাদেশের জাতীয় স্বার্থরক্ষায় বর্তমানে বিশ্ব মঞ্চে ভিন্ন সুর শোনা যাচ্ছে। বাংলাদেশ তার বর্তমান অবস্থান ধরে রাখবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। 

সাইদুর

×