ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

রাণীশংকৈলে মাদক ব্যবসার দায়ে বাবা-ছেলের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮:৫০, ৪ ডিসেম্বর ২০২৪

রাণীশংকৈলে মাদক ব্যবসার দায়ে বাবা-ছেলের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রাণীশংকৈলে দুই মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৮ টার দিকে নেকমরদ চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবা ইকবাল হোসেন (৫৫) ও ছেলে রুবেল হোসেন (৩০) কে নিজ বাসা থেকে ৮৩ গ্রাম গাঁজা ও ২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আসামিদেরকে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে এদিন রাতেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

×