মোবারক হোসেন(৪০) নামের এক যুবলীগ নেতা
সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর হাত পা বাধাঁ অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো মোবারক হোসেন(৪০) নামের এক যুবলীগ নেতার লাশ। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি ভেসে উঠে। এর আগে গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর দিন তার ভাতিজা শরিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য। তিনি পেশায় একজন রাজমিন্ত্রী। লাশ ভেসে উঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার তৎপরতার চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান। এই রিপোর্ট লেখা পযন্ত নদী থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়নি।
নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাননি। পরদিন রবিবার তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ ভেসে উঠার খবর পেয়ে পরিবার মোবারক হোসেনের লাশ সনাক্ত করে।
বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আর কে