ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাইকেল র‌্যালি

নিজস্ব সংবাদদাতা,নওগাঁ

প্রকাশিত: ১৮:২২, ৪ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাইকেল র‌্যালি

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে নওগাঁয় সাইকেল র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা থেকে একটি সাইকেল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) ও বিটনিক এর আয়োজন করে। সহযোগীতা করেন এ্যাকশন এইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। এবারের স্লোগান ছিল ঘরে বাইরে অনলাইনে, নারী থাকুক নিরাপদ সবখানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম রবীন শীষ।
সভায় সভাপতিত্ব করেন রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান। এসময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবু সালেহ মাসুদুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা (বিডিও) জেলা সমন্বয়কারী সামসুল হক, বিটনিক উন্নয়ন সহযোগী সংস্থার ডিরেক্টর এন্ড এডিটর ফাহিমুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ খালেদ সাইফুল্লাহ। পরে কুইজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী।

×