ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

‘প্রজেক্ট আলফা’ নিয়ে আসছেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ১৮:১৭, ৪ ডিসেম্বর ২০২৪

‘প্রজেক্ট আলফা’ নিয়ে আসছেন মিজানুর রহমান আজহারী

মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সম্প্রতি একটি নতুন এবং উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্ম হবে, যা শুধু দেশ, সমাজ এবং মানবতার কল্যাণে কাজ করবে না, বরং এটি নতুন প্রজন্মকে ইসলামি মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তুলবে, যারা নেতৃত্বের দক্ষতা নিয়ে দেশ ও বিশ্বের উন্নয়নে অবদান রাখবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই পরিকল্পনার কথা দেশবাসীর কাছে তুলে ধরেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, "আমরা একটি গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যা শুধু গতানুগতিক ধারার বাইরে যাবে, বরং এমন এক প্রতিষ্ঠান হবে, যেখানে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল এবং দক্ষ প্রজন্ম তৈরি হবে। তারা ইসলামি মূল্যবোধে প্রেরিত হয়ে সমাজের কল্যাণে কাজ করবে।"

নিজের স্বপ্নের ব্যাপারে তিনি আরও জানান, “এই স্বপ্ন আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং তখন অনেক শুভাকাঙ্ক্ষী এবং একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শও পেয়ে গেছি। এখন আমরা পরিকল্পনাটিকে বাস্তবায়নে আনতে চাই।”

তিনি বলেন, “আমাদের স্বপ্নটা বড়, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু আমরা নিজেরা পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নিব, এবং আশা করি, আপনি আমাদের সঙ্গী হতে পারবেন।”

এই প্রতিষ্ঠানের নাম সম্পর্কে তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা এটি ‘Project Alpha’ নামে পরিচিত করবো। তবে, চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে।”

এছাড়া, তিনি এই প্রকল্পে অবদান রাখতে আগ্রহী ব্যক্তিদের জন্য কিছু ক্যাটাগরি তৈরি করেছেন। ক্যাটাগরিগুলো হলো:

১. যদি আপনি কোর টিমের সদস্য হতে চান, তবে সাবজেক্টে "Core Team" লিখুন।
২. যদি আপনার কাছে বিশেষ কোনো পরামর্শ বা অভিজ্ঞতা থাকে, তবে সাবজেক্টে "Idea" লিখুন।
৩. আর্থিক সহায়তা অথবা জমি দানে আগ্রহী হলে, সাবজেক্টে "Contribution" লিখুন।
৪. যদি আপনার প্রতিষ্ঠান আমাদের প্রকল্পের কোনো প্রোডাক্ট বা সার্ভিস সরবরাহ করতে পারে, তবে সাবজেক্টে "Support" লিখুন।
৫. যদি আপনি ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে চান, তবে সাবজেক্টে "Volunteer" লিখুন।

আগামী ১৩ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাটাগরির বিষয়ে ছবি এবং পোর্টফোলিওসহ বিস্তারিত লিখে পাঠাতে বলা হয়েছে। ই-মেইল: [email protected] বা গুগল ফর্মে সাবমিট করার জন্য বলেছেন তিনি।

নির্বাচিত প্রার্থীদের সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে টিম মিটিংয়ে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।

এই উদ্যোগের মাধ্যমে মাওলানা আজহারী দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চান, যেখানে ইসলামী শিক্ষার ভিত্তিতে একটি শক্তিশালী ও সৃজনশীল জাতি গড়ে উঠবে।

নুসরাত

×