ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

২২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে অর্থ দন্ড!

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥

প্রকাশিত: ১৭:৫৬, ৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:০৮, ৪ ডিসেম্বর ২০২৪

২২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে অর্থ দন্ড!

পলিথিন ব্যাগ জব্দ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরবাজারে  নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২কেজি পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত৷ 

বুধবার(৪ ডিসেম্বর)বিকালে উপজেলার পৌরসভা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের দাউদকান্দি সহকারী কমিশনার(ভূমি)রেদওয়ান ইসলাম৷

এসময় পাইকারী পলিথিন বিক্রয় করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর আওতায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, দোকান দুটিতে  রক্ষিত আনুমানিক ২২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে বিনষ্ট করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক খুচরা দোকানে পলিথিন ব্যবহার না করার ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়। পাশাপাশি গ্রাহক পর্যায়ে মালামাল ক্রয় করার সময় পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের জন্য প্রচারণা চালানো হয়।

আর কে

×