ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিলোনীয়া স্থলবন্দরে বিক্ষোভ

প্রকাশিত: ১৭:১৪, ৪ ডিসেম্বর ২০২৪

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিলোনীয়া স্থলবন্দরে বিক্ষোভ

ফেনীর বিলোনীয়া স্থলবন্দরে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ফেনীর বিলোনীয়া সীমান্তের অপর পাশে বাংলাদেশবিরোধী বিক্ষোভের প্রতিবাদে আজ বুধবার সকালে বিলোনীয়া স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভকারীরা দুটি বাসে করে বিলোনীয়া সীমান্ত এলাকার উদ্দেশে রওনা হন। স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্বের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা আগরতলা সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং সীমান্তে উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানান।

বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সমন্বয়ক মহিবিম তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজী উপজেলার সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুল্লাহ আহমদী, জাহাঙ্গির আলম।

এসআর

×