প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন।
নিরাপত্তা জনিত কারণে সাজেকে আটকে পড়া প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় এসব পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি সাজেকে দুইটি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি কারণে নিরাপত্তা গতকাল সাজেক থেকে কোন পর্যটক ফিরতে পারেনি।
এর আগে মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা প্রশাসনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে এমন সিন্ধান্ত নেওয়া হয়।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিল এবং আজকে সকালে যাদের চলে যাবার কথা ছিল দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।
তিনি আরও বলেন, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছেন।
এর আগে গত দেড় মাস বন্ধ থাকার পর ৫ নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।
আর কে