ঢাকার দোহার উপজেলায় এক রাতে দুই বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার নিকড়া বাগানবাড়ি এলাকায় দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে রাতেই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের প্রধান দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে থাকা তিনটি পরিবারের কাছ থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় এক বৃদ্ধাকে আহত করেন ডাকাতরা বলে জানান ভূক্তভোগিরা।
ভূক্তভোগী মোজাহার শরীফ জানান, ডাকাতির ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার বেশি মালামাল লুট হয়েছে।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জাফরান