মানিকগঞ্জের সাটুরিয়ায় অনিবন্ধিত পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় গবাদি পশুর মৃত্যু।পল্লী চিকিৎককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা।
বুধবার সকালের দিকে সাটুরিয়া উপজেলা সহকারি কশিশনার (ভূমি)মো.তানভীর আহম্মদ এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. ইমরান হোসেন জানান,গত তিনদিন আগে হরগজ এলাকায় মুহিত নামের এক ব্যক্তির খামারে কয়েকটি গরু অসুস্থ্য হয়ে পরে।গরুটির চিকিৎসা প্রদান করেন ঐ এলাকার মিজান রহমানের ছেলে হাতুড়ে পল্লী চিকিৎসক নাজমুল হোসেন।ভুল চিকিৎসার কারণে খমারীর গরুটি মারা যায়।এর পরের দিন নাজমূলের বাবা মিজান রহমান আরেক খামারীর গরুর ভুল চিকিৎসা প্রদান করলে গরুটির অবস্থার অবনতি ঘটে।এতে খামারী মুহিত ভূয়া ঐ দুই চিকিৎকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন।
স্থানীয় এলাকাবাসী জানায় ফুকুরহাটি বাজারে মিজান ও তার ছেলে নাজমুল হোসেন দুটি ওষধের দোকান দিয়েছেন।নিজেরাই ভূয়া ডাক্তার সেজে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন।তাদের কোন ড্রাগ লাইন্সেস নেই।
সাটুরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, সাটুরিয়া উপজেলায় প্রায় শতাধিক গবাদিপশুর ভূয়া চিকিৎসক রয়েছে।তারা ড্রাগ লাইন্সেস না নিয়েই নিজেরাই ফার্মেসী দিয়ে ওষধ বিক্রি করছেন।তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
জাফরান