ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

স্বাভাবিক হচ্ছে যাত্রী পারাপার

আখাউড়া-স্থলবন্দর: রপ্তানি অব্যাহত, বাণিজ্যে সবুজ সংকেত

প্রকাশিত: ১৫:১৯, ৪ ডিসেম্বর ২০২৪

আখাউড়া-স্থলবন্দর: রপ্তানি অব্যাহত, বাণিজ্যে সবুজ সংকেত

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন পণ্য রপ্তানি ছাড়া দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

কাস্টমস ও ইমিগ্রেশন সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো আজ সকাল থেকে মাছ, সিমেন্ট, প্লাইউডসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে। ১০টি ট্রাকে করে এসব পণ্য রপ্তানি করা হয়  এবং  ১২০ জন ভারত ও বাংলাদেশের যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার হয়েছেন। ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীরা জানান, সেখানকার পরিবেশ আজ অনেকটা শান্ত দেখা গেছে। যাতায়াতে কোনো সমস্যা হয়নি। তবে হোটেল পরিসেবা বন্ধ থাকায় বাংলাদেশি যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীদের হয়রানির কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রাজু

×