ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

পিকআপের ধাক্কায় প্লাইউড কারখানার শ্রমিক নিহত 

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ১৪:৪৪, ৪ ডিসেম্বর ২০২৪

পিকআপের ধাক্কায় প্লাইউড কারখানার শ্রমিক নিহত 

রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধ  নিহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত  বৃদ্ধ সৈয়দপুর আহমেদ প্লাইউড কারখানার শ্রমিক ও  শহরের ইসলামবাগ এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই এলাকায় অবস্থিত  প্লাইউড কারখানায় রাতের ডিউটি শেষে সকালে বাইসাইকেলে  বাড়িতে ফিরছিলেন । এসময় রংপুর- দিনাজপুর বাইপাস মহাসড়কে পিছন থেকে   একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।  এতে শামসুল হক সড়কে  ছিটকে পড়েন। দুমরে মুচরে যায় তার বাইসাইকেল। এতে ঘটনাস্থলেই  মৃত্যু ঘটে।  খবর পেয়ে  পরিবারের সদস্যরা  বৃদ্ধের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।  স্থানীয় প্রশাসন জানার পর নিহতের বাডিতে গিয়ে মরদেহের সুরতহাল তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যা নিশ্চিত করেন  সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দীন  তিনি বলেন, মহাসড়কের দূর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশ বিষয়টি তদারকি করছে।

আর কে

×