ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥

প্রকাশিত: ১৩:৫৬, ৪ ডিসেম্বর ২০২৪

সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!

সাজাপ্রাপ্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সিরাজগঞ্জে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার  রাতে শহরের মাহমুদপুর মহল্লায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, গ্রেফতারকৃত বাবু সেখ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। ‘চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কান্ড দেন ।  #

আর কে

×