ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি দুর্ঘটনায় ফাহিম আহাম্মদ জিদান (২২)নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই যাত্রী। নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মহেশ কুড়া গ্রামে। বাবার নাম মোঃ রুহুল আমিন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে গফরগাঁওয়ের ভারইল এলাকায়। এ ঘটনায় গফরগাঁও থানার ওসি জানান সিএনজি চালকসহ আরও বেশ কয়েকজন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে সি এন জি সহ ড্রাইভার আলমকে আটক করা হয়েছে আজ ভোর রাতে।
গফরগাঁ থানার ওসি জানান, নিহত পুলিশ সদস্য পিওএম ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন। ভালুকা থেকে গফরগাঁও হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা নিহত হয় সে।গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্তব্যরত চিকিৎসক ডা:মুন জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদানের মৃত্যু হয়।
জাফরান