ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ভারতে বাংলাদেশ মিশনে হামলা: প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৯, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতে বাংলাদেশ মিশনে হামলা: প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত আটটার দিকে মহিলা কলেজের সামনে থেকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাহাদাত হোসেন বলেন, মাতৃভূমি রক্ষার জন্য দেশের জনগণ ১৯৭১ সালে রক্ত দিয়েছে। জুলাই-আগস্টে আমরা রক্ত দিয়েছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে কোনোরকম কটূক্তি করলে প্রয়োজন হলে পুনরায় রক্ত দিতে প্রস্তুত আছি। 

ভারতীয় আগ্রাসনকে সহ্য করব না। যদি বাংলাদেশে সার্বভৌমত্ব সম্পর্কে কটূক্তি করা হয় তাহলে দেশে থাকা ভারতীয় দালালদের হুঁশিয়ারি দিচ্ছি, ভারতীয় আগ্রাসনকে কোনোরকম সহ্য করব না।

এ সময় ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর

×