বিএনপি।
দলের শোকজ নোটিশের পেছনে 'ইসকন হাত আছে' মন্তব্য করায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দলের যুগ্ম - মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে ২৪ ঘন্টার মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই নোটিশে বলা হয়, আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপনার দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে প্রেরিত নোটিশের বিষয়ে ইসকনের হাত রয়েছে বলে উল্লেখ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে ঔদ্ধত্যপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ।
সুতরাং দলের শৃঙ্খলাপরিপন্থী এ ধরনের কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
রিয়াদ