রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর ড.মো শরিফুল ইসলাম কে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আপনি শরিফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় (আরপিএমপি তাজহাট থানার মামলা নং ০৩, তারিখ ১৯-০৮-২০২৪ ও জিআর মামলা নং-১১১/২৪, দন্ডবিধি ১৮৬০-এর ধারা ৩০২/২০১/১৪৯/৩৪) গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতার হওয়ায় সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক আপনাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে আইন মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য পাবে।এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।