ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে এলাকাবাসীর সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২০:২০, ৩ ডিসেম্বর ২০২৪

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে এলাকাবাসীর সড়ক অবরোধ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের তারাই এলাকায় পাইপে আগুন ¦ালিয়ে বিক্ষোভ করে এছাড়া বালুর ঘাটে থাকা ভেকু (মাটিকাটা যন্ত্র), ট্রাক বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে ফেলা হয়

সোমবার ( ডিসেম্বর) দুপুরে উপজেলার গারাবাড়ি তারাই এলাকায় ঘটনা ঘটে বিক্ষুব্ধ এলাকাাবাসী প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম

এদিকে তারাই-গারাবাড়ি এলাকায় বালু উত্তোলনের জন্য যমুনা নদীতে বাঁধ দিয়ে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছিল পরে উত্তেজিত এলাকাবাসী রাস্তাটি কেটে দিলে পানি প্রবাহ স্বাভাবিক করে দেয় জানা গেছে, ভূঞাপুর তারাই, কুঠিবয়ড়া, অর্জুনা, জগৎপুরা নলীন অংশের বেশ কয়েকটি স্থানে বালু কাটা শুরু হয়েছে স্থানীয় প্রভাবশালীরা এসব বালুর ঘাট নিয়ন্ত্রণ করছে

তারাই গ্রামের রজমান আলী বলেন, যমুনা নদীর চর শুকিয়ে যাওয়ার পর বিএনপি নেতাদের নেতৃত্বে বালু কাটা শুরু হয়েছে দিন-রাত ভেকু দিয়ে বালু কেটে ট্রাকযোগে বিক্রি করছে এতে ফসলি জমি কেটে নিচ্ছে তারা এছাড়া এভাবে নদীর চর কাটায় পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্ষা মৌসুমে স্থানীয় সিফাত বলেন, যেভাবে বালু কাটা হচ্ছে তাতে পরবর্তিতে আমাদের ঘরবাড়ি ভেঙে যাবে আমাদের জমিও কেটে নিচ্ছে বাঁধা দিলেই হুমকি দেয়া হয়

অর্জুনা ইউনিয়নের তারাই এলাকার বিএনপি নেতা মোজাম্মেল জানান, স্থানীয়দের দাবী দাওয়া বিষয়টি উর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে তাদের বিক্ষোভ বা মানববন্ধন না করার জন্য পরামর্শ দেয়া হয়েছিল এরপরও স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং বালুর ঘাটে থাকা গাড়ি ভাঙচুর করে

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর বালু ঘাট বন্ধে আশ্বাস দেয়ার পর তারা সড়ক ছেড়ে দেয় বালু উত্তোলনে জড়িতদের বিষয়ে অভিযোগ দেয়ার জন্য বলা হয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার জানান, অবৈধভাবে যমুনা নদীতে বালু উত্তোলণ হচ্ছে এমন অভিযোগ পেয়েছি স্থানীয়দের কাছ থেকে এছাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বাস দেয়া হয়

×