ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

মন্ত্রী তাজুল ইসলাম কর্তৃক ভূমি দখলের প্রতিবাদে গ্রামবাসীদের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৭:১৫, ৩ ডিসেম্বর ২০২৪

মন্ত্রী তাজুল ইসলাম কর্তৃক ভূমি দখলের প্রতিবাদে গ্রামবাসীদের সম্মেলন

বান্দরবানের লামা উপজেলায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম কর্তৃক অবৈধভাবে অসহায় পরিবারের ভূমি দখল, মিথ্যা মামলার হয়রানী'সহ হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে বান্দরবানে প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন লামা উপজেলার সরই ইউনিয়নের টংগা ঝিড়ি মৌজায় ভূয়া জমির কাগজ দেখিয়ে জোড়পূর্বক ভাবে ৩০০ একরের বেশী জায়গা দখলে নেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম। পরবর্তী ভুক্তভোগী গ্রামবাসীদের মিথ্যা মামলা হয়রানীসহ হত্যার হুমকি দিয়ে মারধর করে প্রায় ১৫০শত পরিবারকে নিজের জায়গা থেকে বিতাড়িত করেন। সেই সুযোগে ক্ষমতা দেখিয়ে গ্রামবাসীদের বাগান থেকে জোড়পূর্বকভাবে সেগুন,গামারীসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ কেটে নিয়ে যায় সাবেক মন্ত্রীর লোকজন।

পরবর্তী ওই জাগাতে কুলিল্লা জেলার লাকসাম থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় ১৫০ জন লোক নিয়ে আসেন তাজুল ইসলাম বাগানে কেয়ার টেকার সাহবুদ্দিন। এসব লোক দিয়ে চালানো হয় জায়গা দখল'সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড। এছাড়া এ কাজে জড়িত রয়েছেন লামা সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিছ ও লামা পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও বলেন, আমরা এসব বিষয়ে আদালতে মামলা করলেও কোন সুরাহা পাইনি। বরং উল্টো মামলা দিয়ে গ্রামবাসীদের হয়রানী করা হচ্ছে। তাদের দখলে নেয়া জায়গা উদ্ধার'সহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা।

 

×