ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভূমিদস্যু শাহজাহান সাজু হাত থেকে বাচঁতে চায় এলাকাবাসী

প্রকাশিত: ১৫:১৩, ৩ ডিসেম্বর ২০২৪

ভূমিদস্যু শাহজাহান সাজু হাত থেকে বাচঁতে চায় এলাকাবাসী

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে নির্যাতন, মামলা দিয়ে হয়রানি ও ভূমি দখল করেছেন আওয়ামী লীগের অনেক নেতাই । তাদেরই মধ্যে একজন গাজীপুরের শাহজাহান সাজু । সাজুর অত্যাচারে অতিষ্ট ছিল এলাকাবাসী।  

সরকার পতনের পর থেকেই নিখোঁজ ভূমিদস্যু শাহজাহান সাজু । সাজুর সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনটি কাপাসিয়া উপজেলার বীর উজলী এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু ক্ষমতার অপব্যবহার ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নিরীহ মানুষকে নির্যাতন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জায়গা-জমি দখল করেছেন। এ ব্যাপারে অন্তত ৫০টি ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করলেও অজ্ঞাত কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই নতুন অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের কাছে এসব ঘটনার বিচার ও অভিযুক্ত শাজাহান সাজুর শাস্তি দাবি করেন তারা।

এ ব্যাপারে ভুক্তভোগী মনোয়ারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সাজু ও তার লোকজন আমার ছেলে খাইরুলকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে আদালতের ১৪৪ ধারা জারি সত্ত্বেও আমাদের ১০ শতাংশ জমি দখল ও ড্রেন নির্মাণ করেছে। এ ব্যাপারে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকি দিয়েছেন এই ভূমিদস্যু  শাহজাহান সাজু।

আশিকুর রহমান

×