ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাণীশংকৈল হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪:৫৩, ৩ ডিসেম্বর ২০২৪

রাণীশংকৈল হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আজ ৩ ডিসেম্বর। আজকের এই দিনে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পাক হানাদারদের পরাজয় ঘটিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা হানাদার মুক্ত হয়। দিনটিকে উদযাপন ও স্মরণীয় করে রাখতে রাণীশংকৈলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)  দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 দিনটি স্মরণে মুক্তিযোদ্ধের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বিদেশী চন্দ্র রায়, আবুল হোসেন ও সিরাজুল ইসলাম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনাবানীর সিনিয়র  ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে আমীর আব্দুল মতিন বিশ্বাস,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক হোসেন প্রমুখ।

এমএম

×