ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

তালিকা তৈরি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের,ভাতাও ফেরত নেওয়া হবে

প্রকাশিত: ১৪:৩৪, ৩ ডিসেম্বর ২০২৪

তালিকা তৈরি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের,ভাতাও ফেরত নেওয়া হবে

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ কোটায় সরকারি চাকরিজীবীদের তালিকা তৈরি করা হচেছ। যদি ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী পাওয়া যায় তাহলে তাঁদের সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হবে এবং তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সারাদেশে যুক্তিযোদ্ধা ভাতাভোগীদের মধ্যে কারা ভুয়া সেই তালিকাও তৈরি করা হচেছ, যদি কোনো ভুয়া মুক্তিযোদ্ধার সন্ধ্যান পাওয়া যায় তাহলে যে পরিমান অর্থ তারা ভাতা হিসেবে পেয়েছে সেই পরিমান অর্থ ফেরত নেওয়া হবে। 


গতকাল সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসমাত চৌধুরী এসব তথ্য জানান।  তিনি আরও বলেন, ভুয়া সনদ ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাঁদের শাস্তি হতেই হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ পাঠাবো হবে। 


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, এখন পর্যান্ত মুক্তিযুদ্ধ কোটায় সরকারি চাকরি নিয়ে কর্মরত আছে ৮৪ হাজার ৫৬ জন কর্মকর্তা। 

সাইদুর

×