টেকনাফ থেকে তেঁতুলিয়ায় হেঁটে যাচ্ছেন তরুণী তাহুরা সুলতানা
টেকনাফ শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ২৫ বছর বয়সী যুবতী তাহুরা সুলতানা রেখা।
জানা যায়, একজন মানুষ নিজেকে সুস্থ রাখতে, আশপাশের সবকিছুকে সুন্দরভাবে উপভোগ করতে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উদ্দেশে রওনা দিয়েছেন তরুণী তাহুরা সুলতানা রেখা। তিনি চট্টগ্রামের বাঁশখালী গ-ামারা ইউনিয়নের বাসিন্দা প্রবীণ শিক্ষক রশিদ আহমেদ ও গৃহিণী তৈয়বা খাতুনের মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। শুক্রবার সকাল ভোর ৬টায় টেকনাফ সাবরাং শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করেন তিনি।
তৃতীয়দিন তিনি খুঠাখালী এলাকায় পৌঁছান। এ পর্যন্ত তিনি ১১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তাহুরা সুলতানা রেখা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স পড়াশোনা শেষ করেন। তবে তার এ যাত্রায় কোনো ধরনের স্পন্সর নেই। ফিন্যান্সিয়াল ব্যবসার মাধ্যমে তিনি এ যাত্রার খরচ বহন করেন।
তিনি বলেন, নিজেকে সুস্থ ও দেশকে উপভোগ করতে এই যাত্রা শুরু করেছেন। তিনি সংবাদিকদের বলেন, আমি পরিবারের সবার ছোট মেয়ে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদযাত্রা শুরু করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত। নিজেকে সুস্থ রাখতে দেশকে উপভোগ করতে এই পদযাত্রা শুরু করেছি। তাহুরা সুলতানা রেখা আরও বলেন, হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করছেন।
চলার পথে যেখানে বিরতি নিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো হয়ে হাতছানি দিয়েছেন। এই দীর্ঘ পদযাত্রায় ২০-২৫ দিনে পৌঁছতে পারবেন বলে আশা রাখেন। তাহুরা আরও বলেন, ছোট থেকেই ঘোরাঘুরি পছন্দ করি। সময়ের সঙ্গে স্ট্রিম স্পোর্টসের যুক্ত হয়ে যাই। চ্যালেঞ্জিং বিষয়গুলো ভালো লাগে দেখেই হয়তো এসবের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি।