রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরির আহ্বান জানিয়ে সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফাসহ বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত বুকলেট বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন, ‘রাষ্ট্রকে সংস্কার করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বার্তা দিতেই আমাদের এ কর্মসূচি।’
ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, হায়াত মাহমুদ জুয়েল, এস এম হাসান মাহমুদ রিপনসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম দিপু, সদস্য সচিব সাইমুন রহমান ইসমাইলসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএম