ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন বাংলাদেশে আমার মা-বাবা হত্যার বিচার চাই : সাগর-রুনির ছেলে মেঘ

প্রকাশিত: ২১:৫৭, ২ ডিসেম্বর ২০২৪

নতুন বাংলাদেশে আমার মা-বাবা হত্যার বিচার চাই : সাগর-রুনির ছেলে মেঘ

ছবি: সংগৃহীত।

নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ বলেছেন, "নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবার হত্যার বিচার চাই।"

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা ইএমকে সেন্টারে ‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মাহির। অনুষ্ঠানটি বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) আয়োজিত।

মাহির সারওয়ার মেঘ তার বক্তৃতায় বলেন, “সাংবাদিকতা করার কারণে আমি আমার মা-বাবাকে হারিয়েছি। নতুন বাংলাদেশে আমি চাই, তাদের হত্যার বিচার হোক। আমি শুধু ন্যায়ের জন্যই নয়, দেশের সাংবাদিকতার স্বাধীনতার জন্যও এই বিচার চাই।”

বিজেআইএম-এর আহ্বায়ক স‍্যাম জাহান তার বক্তব্যে বলেন, “যতদিন সাংবাদিকতা ও সাংবাদিকরা ন্যায়, নীতি, সত্য ও সাহসের পথে অবিচল থাকবেন, ততদিন কোনো অশুভ শক্তি এই জাতির উপর চেপে বসতে পারবে না।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তাদির রশীদ রোমিও। চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাগর সারোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সারওয়ার মেঘ। উদ্বোধনী অনুষ্ঠানে, ১৯৭৫ সালের জুলাই-আগস্টে শহীদ হওয়া সাংবাদিকদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া, ৩৬ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা, যেমন জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত এবং মুহাম্মদ আলী মাজেদ, সেসময়ের অভিজ্ঞতা শোনান। তারা নিজেদের সংগ্রামী দিনের কথা তুলে ধরেন এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় তাদের সংগ্রাম সম্পর্কে আলোচনা করেন।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে