ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ২ বিএনপি কর্মী আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:৩৭, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৮, ২ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ২ বিএনপি কর্মী আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট

বাগেরহাটে বিএনপি কর্মী হুশিয়ার শেখ (৪০) ও তার ভাই মতিয়ার শেককে (৪২) পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। বাগেরহাট সদর উপজেলার হদেরহাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত হুশিয়ার ও মতিয়ার শেখ সিংগে গ্রামের মৃত উকিল উদ্দীন শেখের ছেলে। তারা সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী।

সোমরার (২ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহত হুশিয়ার শেখ জানান, তারা গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশেমপুর বাজার মাঠে সস্প্রীতি সমাবেশে যাওয়ার পথে বিষ্ণুপুর ইউনিয়ানের হদেরহাট এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা বোরহান হাওলাদার, ফয়সাল শেখ ও মুরাদ শেখের নেতৃত্বে ২০/২৫ জনের দুর্বৃত্ত তার উপর হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হলে খবর পেয়ে তার বড় ভাই মতিয়ার শেখ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। এতে তার ভাই মতিয়ার গুরুত্বর জখম হয়।

তিনি আরো অভিযোগ করেন, তাদের আহত করে ফেলে রেখে গিয়ে সিংগে খেয়াঘাট এলাকার ওয়াবদা রাস্তার পার্শ্বে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এসময় দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা, ফ্রীজ, টিভি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্তা গ্রহন করা হবে।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে