ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

প্রেমের টানে চীনা যুবক সিরাজগঞ্জে, ধর্মান্তরিত হয়ে বিয়ে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২ ডিসেম্বর ২০২৪

প্রেমের টানে চীনা যুবক সিরাজগঞ্জে, ধর্মান্তরিত হয়ে বিয়ে

ধর্মান্তরিত হয়ে সিরাজগঞ্জের কাজিপুরে গার্মেন্টস কর্মী অন্তরা খাতুন (২৭) কে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। প্রেমের টানে তিনি  চীন থেকে বাংলাদেশে এসেছেন। এখন অবস্থান করছেন শ্বশুড়বাড়ি কাজিপুরের বিয়াড়া গ্রামে।


আজ সোমবার বিকেলে খোঁজ নিয়ে জানা যায়, গার্মেন্টসের কেনাকাটার কাজে বন্ধুদের সঙ্গে চীন থেকে বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় আসেন চেংনাং নামে চীনা এক যুবক। কাজের সুবাদে কাজিপুরের অন্তরা নামে এক তরুণীর সঙ্গে দেখা হয়।

এরপর দু-জনের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে দুই পরিবারের সম্মতিক্রমে গত (২২ নভেম্বর) নোটারী পাবলিকের মাধ্যমে চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণের পর প্রেমিকা অন্তরাকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর চীনা নাগরিক চেংনাং এর নাম রাখা হয়েছে সালমান স্বাধীন।

বর্তমানে দুজন কাজিপুরের পৌর এলাকার বিয়ারা গ্রামে অন্তরার বাবা আব্দুর রশিদের বাড়িতে বসবাস করছেন। ভিসা প্রসেসিং শেষে স্বামী-স্ত্রী দুজনে চীনের হুনান শহরে চলে যাবেন। দুইদিন আগে নব-দম্পতি গ্রামে আসলে অন্তরার স্বজনসহ দূর-দূরান্তের মানুষ এসে বিদেশি জামাইকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

অন্তরা খাতুন বলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চীন থেকে কিছু বিদেশি বায়ারের সঙ্গে চেংনাং কারখানায় আসেন। তখন তাকে দেখে চেংনাংয়ের ভালো লাগে। এরপর দুজনের ফেসবুকে কথাবার্তা এবং মন দেওয়া-নেয়া হয়। তিন মাস প্রেমের পর পরিবারের সম্মতিতে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

চীনের হুনান শহরের যুবক চেং নাং বলেন, অন্তরাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লাগে। একপর্যায়ে অন্তরার ফেসবুক আইডিতে মেসেজ পাঠাই। সেই থেকে আমাদের সম্পর্কের শুরু। এরপর প্রেম এবং বিয়ে। অন্তরার অতীত নিয়ে আমার কোনো ভাবনা নেই। এখন দু-জন সারাজীবন একসঙ্গে থাকব এটাই আমাদের পরিকল্পনা। এরমধ্যে ভিসার আবেদন করেছি। ভিসা পেলেই দু-জন চীনে চলে যাবে।

অন্তরার মা বলেন, আমি দোয়া করি তারা সুখে সংসার করুক। অন্তরার বাবা আব্দুর রশিদ জানান, প্রথমে একটু চিন্তা হয়েছিল। ভিনদেশি একজনের সঙ্গে আমাদের মেয়ে কিভাবে সংসার করবে। তবে ধীরে ধীরে একে অপরকে জানতে ও বুঝতে শিখেছে। তাদের মধ্যে একটি সুন্দর বন্ধনের সৃষ্টি হয়েছে। সেজন্য আমরাও তাকে মেয়ের জামাতা হিসেবে মেনে নিয়েছি। অভিভাবক হিসেবে আমরা খুশি। দোয়া করি তারা যেন সারাজীবন সুখে থাকে।

এমএম

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে