বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা
মাদারীপুর জেলার শিবচরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে উপজেলার পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাশে গিয়ে শেষ হয়।
হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাংচুর এবং এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল।
সাধারন শিক্ষার্থীরা বলেন,আমরা দেশের মধ্যে এই রকম বিশৃঙ্খলা আর চাই না।আমরা জাতিতে জাতিতে আর কোন সংঘাত চাই না।আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ।ইসকন নামক সংগঠনটি বাংলাদেশে একটি আতংকের নাম।তাই অবিলম্বে বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ঘোষণা দিতে এবং এদের সকল কর্মকান্ড বন্ধ করতে হবে।
এসময় পাঁচ্চরসহ আশেপাশের স্কুলের কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
ইসরাত