ওমরা ভিসা থাকায় ট্রেন থেকে ছিনতাই হওয়া ওমরাহযাত্রী সেই মা-ছেলের পাসপোর্ট ও ভিসা ফেরত দিয়েছে ছিনতাইকারী। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) রাতে সেই ছেলের হাতে উদ্ধার হওয়া পাসপোর্ট তুলে দেওয়া হয়।
এতে ওমরাহ পালনের অনিশ্চয়তা অনেকটা কেটে গেল মা তাহমিনা বেগম এবং ছেলে তৌহিদুল ইসলামের।
ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে ছিনতাইকারীরা ফোনকল রিসিভ করে। একপর্যায়ে কথোপকথনে শুধু পাসপোর্ট ভিসা নির্দিষ্টস্থানে ফেরত দেওয়ার কথা স্বীকার করলে স্থানীয় সমন্বয়ক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে আমার হাতে তুলে দেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চোরেরও যে ধর্ম আছে এটাও এ ঘটনায় প্রমাণিত। কেননা এক সময় আমরা শুনতাম চোরের কোনো ধর্ম নেই। চোর তো চোরই। না এখানে এটা ফিরিয়ে দিয়ে সে প্রমাণ করল চোরেরও ধর্ম আছে।
রাজু