তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দিন যত যাচ্ছে তত পরিষ্কার হতে যাচ্ছে। আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে যাচ্ছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোন নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে।
কারণ ২০ বছর আগে যখন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতো সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন।আজ সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, ৩১ দফা যদি সফল করতে হয়, তাহলে জনগণের সমর্থনকে আমাদের পাশে রাখতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ।৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনার বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে যেভাবে টিকে রয়েছেন তাতে অনেক সহজ হবে এই দাবিগুলো জনগণের কাছে পৌঁছতে দিলে। আমাদের লক্ষ্য একটাই জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা।
এতে আলোচক হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের উপদেষ্টা ঈসমাইল জবি উল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা।
আর কে