ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩!

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥

প্রকাশিত: ১৭:৫৪, ২ ডিসেম্বর ২০২৪

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩!

বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন।

সাভারে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এসএন সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহতরা হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

জানা গেছে, এদিন দুপুর দুইটারদিকে প্রাইভেটকার যোগে সাভারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও দুই জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপরজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।

আর কে

×