বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন।
সাভারে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এসএন সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহতরা হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।
জানা গেছে, এদিন দুপুর দুইটারদিকে প্রাইভেটকার যোগে সাভারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও দুই জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপরজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।
আর কে