গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুটি রিফিউজি কলোনীর জমি অবৈধভাবে দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নেছারাবাদ ও মালেকাবাদ কলোনীবাসীর আয়োজনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, নেছারাবাদ ও মালেকাবাদ রিফিউজি কলোনীর সেক্রেটারি শামীম আকতার, সহ-সভাপতি সাইদুর রহমান, গ্রামবাসীর পক্ষে আব্দুল করিম, নাসিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মো: আব্দুল বারী, নেছারাবাদ কলোনী জামে মসজিদের খতিব মো: শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির সময় ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় দেশ ভাগ হলে সেনা সদস্যরা ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। এরপর তারা অবসর গ্রহণ করলে তৎকালীন পাকি¯তানী সরকার তাদের ১১২টি পরিবারকে বিনামুল্যে ৫৫৫ একর জমি দান করেন। সেই অবসরপ্রাপ্ত ও পুনর্বাসিত সেনা সদস্যরা আমাদের পূর্বপুরুষ। এই পূর্ব পুরুষের জমি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল ও বসবাস করে আসছি। ইদানিং কিছু ব্যক্তি এই জমি লিজ নেয়ার নামে জমিগুলি দখলের চেষ্টা করছে। এ ছাড়াও তারা জমির মালিকদের কাছে চাঁদা দাবী করছে। চাঁদা না দেয়ায় নানা ধরণের হুমকিও প্রদান করছে। বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী এমন নানা মহলের সাথে ২০১১ ও ২০১৪ সালে মামলা হলে আমরা তাতে জয়লাভ করেছি। তারপরেও চাঁদাবাজ ও ভূমিদস্যুরা তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। এদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে নেছারাবাদ ও মালেকাবাদ কলোনির কয়েকশ’ নারী-পুরুষ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
গোবিন্দগঞ্জের দুই রিফিউজি কলোনীর জমি অবৈধ দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
শীর্ষ সংবাদ: