ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

সাইদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন!

প্রকাশিত: ১৭:৪৫, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:৪৬, ২ ডিসেম্বর ২০২৪

সাইদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন!

জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিপ্লব কোনো দলের কৃতিত্ব নয়, কোনো গোষ্ঠীর কৃতিত্ব নয়, আল্লাহর কৃতিত্ব। দুনিয়ায় কৃতিত্ব ১৮ কোটি মানুষের, আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের। আমাদের ওপর একটা অন্ধকার পর্বত জমা হয়েছিল। আল্লামা সাইদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের রক্তের ফোঁটা আর ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। আর এর বিনিময়েই আল্লাহ আজ আমাদের মুক্তি দিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ঝালকাঠি থেকে সড়কপথে ঢাকা যাওয়ার সময় নেছারাবাদ উপজেলা জামায়াতের এ পথসভায় যোগ দেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের রক্তের ফোটা আর সারা দেশের ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানির ফোটা আল্লাহ কবুল করেছে। এই দুই ফোটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে একটা মুক্তির স্বাদ দিয়েছেন।

তিনি আরও বলেন, এই মুক্তি এমনি এমনি আসেনি, এই ১৫ বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তার চাকরি থেকে বিতাড়িত হয়েছে। কোটি মানুষকে দফায় দফায় জেলে ভরা হয়েছে। আলেম-ওলামা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে। এতগুলো জীবন ও এতগুলো কোরবানির বিনিময়ে আমাদের এই স্বস্তি টুকু এসেছে।

আর কে

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে