গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা (৬০) পথচারী গুরুতর আহত হয়েছেন।
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা (৬০) পথচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত বৃদ্ধকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত হওযায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধের বাড়ি আনোয়ারা উপজেলার ছত্তরহাট এলাকায়।
জানা গেছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় বৃদ্ধ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক ও একটি সিএনজি যাওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত। এসময় উপস্থিত লোকজনকে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারনে তিনি সেখানে গিয়েছেন তা জানা যায়নি।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার পাপিয়া চক্রবর্তী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে নাম ও ঠিকানা জানা যায়নি।
আর কে