উপজেলা সদরের কুসুম্বী পশ্চিম বাজার এলাকায় একটি ভাঙ্গাড়ি দোকানে আগুনে চার অটো চার্জার ভ্যান, প্রায় ছয় মেট্টিকটন পুরাতন বই খাতা ও ইলেকট্রিক সামগ্রীসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাদ্দাম হোসেন উপজেলার কুসুম্বী গ্রামের বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মত রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। এরপর রাত দেড়টার দিকে দোকানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষনে দোকান ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আফাজ উদ্দীন মন্ডল বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে।