ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয় -নৌ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৬:২৬, ২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয় -নৌ উপদেষ্টা

উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতীম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। 

এ দেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়; তাই আমরা আশাকরি আমাদের সাথে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে। তবে এটা ভালো বলতে পারবেন পররাষ্ট্র উপদেষ্টা।

আজ সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমী ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নৌ-পরিবহন উপদেষ্টা। 

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের একতিয়ার। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কিভাবে নির্বাচন দেবেন। নতুন নির্বাচন কমিশন হয়েছে তাদের কে সংগঠিত হতে দিন, তখন তারাই নিজ থেকে সবকিছু বলবে, তারাই নির্বাচনের রোড ম্যাপ দিবেন।

নগরীর দপদপিয়া মেরিন একাডেমী ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে সালাম গ্রহন করে কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোট ৫৩ জন ক্যাডেট প্রি-সী কোর্স প্রশিক্ষন সমাপ্ত করেছেন। বরিশালে বর্তমানে ১১৬ জন ক্যাডেট রয়েছে। এটি ছিলো তৃতীয় ব্যাচের সমাপনী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, নাগরিক হিসেবে আমি মনে করি, আমাদের সাথে ভারতের ভালো রিলেশন থাকার কথা। কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।

দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্খিত ঘটনারোধে এবং এর থেকে উত্তরণের বিষয়ে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের দুই একটিতে মালিক নেই, সেখানে সমস্যা হচ্ছে। তবে এরইমধ্যে সরকার এনিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।

নির্বাচন প্রশ্নে তিনি বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। 

ইসকন নিয়ে তিনি বলেন, যাকে নিয়ে এতো হৈ চৈ তার সাথে কোন সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি, আমরা সবাই বাংলাদেশী সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।

আর কে

×

শীর্ষ সংবাদ:

রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে